ঠাকুরগাঁও পৌর শহরের হাজীপাড়া এলাকায় লাবিবা আস্থা (১৭) নামে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১১ এপ্রিল) রাতের কোনো এক সময়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত লাবিবা আস্থা ঠাকুরগাঁও সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন। তার পিতার নাম মৃত ফজলুর রহমান এবং তাদের গ্রামের বাড়ি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওদুস ইউনিয়নে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজীপাড়ায় অর্পিতা নামে একটি ম্যাচে লাবিবা থাকতেন। তবে, লাবিবার আত্মহত্যার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। পরিবারের সদস্যরাও এই বিষয়ে কোনো স্পষ্ট ধারণা দিতে পারেননি।
ঠাকুরগাঁও সদর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় । প্রাথমিকভাবে পুলিশ এটিকে আত্মহত্যা বলেই ধারণা করছে।
লাবিবার মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ঠাকুরগাঁও ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুর রহমান বলেন, কি কারনে মারা গিয়েছে এটা এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। প্রাথমিকভাবে আমরা ধারণা করতেছি সে আত্মহত্যা করেছে। ময়নাতদন্তর পর বলা যাবে কি কারনে সে মারা গিয়েছে।