প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ২০:১৪
সাতক্ষীরার আশাশুনি উপজেলার গোয়ালডাঙ্গা বাজারসংলগ্ন বেড়িবাঁধ ভাঙ্গন প্রতিরোধে অবশেষে কাজ শুরু হয়েছে। সম্প্রতি নদীভাঙনের ফলে প্রায় ৬০০ মিটার রাস্তা নদীগর্ভে বিলীন হয়ে যায়, যা জনমনে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করে। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এলাকাটি পরিদর্শনে আসে। জেলা প্রশাসনের নির্দেশে বাঁধ রক্ষার জন্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে এস্কেভেটর (ভ্যেকু) মেশিন দিয়ে মাটি সরানোর কাজ শুরু করা হয়েছে।