https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

চন্দনাইশে হত্যাকাণ্ড: প্রধান আসামি নাজিম গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৯:২৮

শেয়ার করুনঃ
চন্দনাইশে হত্যাকাণ্ড: প্রধান আসামি নাজিম গ্রেফতার

চট্টগ্রামের চন্দনাইশ থানার এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ধর্ষণের চেষ্টা পরবর্তী হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামি নাজিম উদ্দিনকে কক্সবাজারের দুর্গম পাহাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পটিয়া সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী আরজু আক্তার ঈদের ছুটিতে নানা বাড়িতে বেড়াতে এসে নির্মমভাবে নিহত হন। হত্যাকাণ্ডের ঘটনায় এলাকার মানুষের মাঝে চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।

আরজু আক্তার তার মায়ের খালাত ভাই নাজিম উদ্দিনের সঙ্গে মামা-ভাগ্নির সম্পর্ক থাকলেও, সে এই আত্মীয়তার বন্ধন ভেঙে দিয়ে ভয়ঙ্কর একটি অপরাধ সংঘটিত করে। রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে, আনুমানিক রাত ২টার সময় আরজুকে শয়নকক্ষে না পেয়ে তার নানা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির টয়লেটের মেঝেতে মুখে ওড়না গুঁজে ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় আরজুর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

প্রাথমিক তদন্তে জানা যায়, নাজিম ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে আরজুকে হত্যা করে। চিৎকার শুনে আরজুর নানা আব্দুল হাকিম ঘটনাস্থলে ছুটে গেলে, নাজিম দা দিয়ে তাকেও আঘাত করে। একইভাবে হাকিমের স্ত্রীকেও গুরুতরভাবে জখম করে সে পালিয়ে যায়।

ঘটনার পর পরই পুলিশ সুপারের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করে জেলা গোয়েন্দা শাখা। চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিকে ধরার জন্য তৎপরতা শুরু হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নাজিম রামু থানার রশিদনগর ইউনিয়নের কাদমার পাড়ার এক দুর্গম পাহাড়ি এলাকায় আত্মগোপন করেছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif
দীর্ঘ অনুসন্ধান ও পরিকল্পনার অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা, কক্সবাজার জেলা পুলিশ এবং সিআইডি কক্সবাজারের সমন্বয়ে অভিযান চালিয়ে ১১ এপ্রিল গভীর রাতে নাজিমকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর আসামিকে সঙ্গে নিয়ে মামলার আলামত উদ্ধারে অভিযান চালানো হয়।

এই ঘটনায় চন্দনাইশ থানায় মামলা নং-০৫, তারিখ ০৯/০৪/২০২৫, ধারা ৩০২/৩২৬/৩০৭ পেনাল কোড ও নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ২০২৫) এর ৯(৪)(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্ত এখনও চলমান।

এ ধরনের বর্বর ও জঘন্য ঘটনার দ্রুত উদঘাটন এবং মূল আসামিকে গ্রেফতার করায় পুলিশ সুপার চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। 

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

পবিপ্রবি শিক্ষার্থীর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু

পবিপ্রবি শিক্ষার্থীর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক শিক্ষার্থীর পানিতে ডুবে মৃত্যু হয়েছে, আর সেই মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ। নিহত শিক্ষার্থীর নাম হুসাইন মোহাম্মদ আশিক। তিনি কৃষি অনুষদের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী এবং কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বাসিন্দা নুর-আলম সরকারের ছেলে। সোমবার বিকেল ৩টার দিকে দুমকি জনতা কলেজ মাঠ সংলগ্ন একটি পুকুরে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা যায়, ফুটবল খেলার

কমলগঞ্জে বসতঘরে অগ্নিদগ্ধ দুরুদ মিয়া চিকিৎসাধীন অঅবস্থায় মারা গেলেন

কমলগঞ্জে বসতঘরে অগ্নিদগ্ধ দুরুদ মিয়া চিকিৎসাধীন অঅবস্থায় মারা গেলেন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন স্থানীয় রেস্টুরেন্ট ব্যবসায়ী হাজী মো. দুরুদ মিয়া। তিনি উপজেলার বড়গাছ গ্রামের বাসিন্দা এবং শাহজালাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।   গত শনিবার ভোরে উপজেলার চৌমুহনী চত্বর এলাকার নিজ বাসায় আগুন লাগে। এ সময় ঘরের ভেতরে ছিলেন দুরুদ

মেলায় নিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করল স্বামী

মেলায় নিয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করল স্বামী

নোয়াখালীর বেগমগঞ্জে ঘটে যাওয়া একটি হৃদয়বিদারক হত্যাকাণ্ডে স্বামী তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে জবাই করে হত্যা করেছে। সোমবার রাত পৌনে ৮টার দিকে একলাশপুর ইউনিয়নের হাফেজ মহিন উদ্দিনের ওরসের মেলায় এই ঘটনা ঘটে। নিহতের নাম লাকী বেগম (১৯), যিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং নিহতের স্বামী মো. শাকিব (২০) তাকে হত্যা করেছেন। শাকিবকে পুলিশ তাৎক্ষণিক আটক করেছে।  নিহত লাকী বেগমের মা শেফালী বেগম জানিয়েছেন,

পিঠে বরশি গেঁথে ঘোরানো হয় চড়ক পূজায়

পিঠে বরশি গেঁথে ঘোরানো হয় চড়ক পূজায়

চৈত্র সংক্রান্তি উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কাঁটাখালী গ্রামে অনুষ্ঠিত হলো বহু বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা ও গ্রামীণ মেলা। সোমবার বিকালে প্রেমচরণ ফকিরের বাড়ির পাশের মাঠজুড়ে এই আয়োজন চলে দিনব্যাপী। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকে হাজারো মানুষ ভিড় করেন এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানটি উপভোগ করতে। এই চড়ক পূজার মূল আকর্ষণ হলো পিঠে বড়শি গেঁথে চরকিতে ঘোরানো। এই উৎসব চৈত্র মাসের শেষ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কমলগঞ্জে বিক্ষোভ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে কমলগঞ্জে বিক্ষোভ

ইসরায়েলি বাহিনীর নির্মম গণহত্যার প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমী ও নজরকাড়া বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ। মুসলিম ইউনিটির উদ্যোগে এই কর্মসূচিতে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করে ফিলিস্তিনের প্রতি সংহতি জানান এবং ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ জানান। পহেলা বৈশাখের বিকেলে অনুষ্ঠিত এই মিছিলটি কমলগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় ভানুগাছ চৌমুহনা চত্বরে এক বিশাল