
চন্দনাইশে হত্যাকাণ্ড: প্রধান আসামি নাজিম গ্রেফতার
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৯:২৮
শেয়ার করুনঃ

চট্টগ্রামের চন্দনাইশ থানার এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ধর্ষণের চেষ্টা পরবর্তী হত্যাকাণ্ডের মামলার প্রধান আসামি নাজিম উদ্দিনকে কক্সবাজারের দুর্গম পাহাড়ি এলাকা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। পটিয়া সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী আরজু আক্তার ঈদের ছুটিতে নানা বাড়িতে বেড়াতে এসে নির্মমভাবে নিহত হন। হত্যাকাণ্ডের ঘটনায় এলাকার মানুষের মাঝে চরম উত্তেজনা ও শোকের ছায়া নেমে এসেছে।
আরজু আক্তার তার মায়ের খালাত ভাই নাজিম উদ্দিনের সঙ্গে মামা-ভাগ্নির সম্পর্ক থাকলেও, সে এই আত্মীয়তার বন্ধন ভেঙে দিয়ে ভয়ঙ্কর একটি অপরাধ সংঘটিত করে। রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে, আনুমানিক রাত ২টার সময় আরজুকে শয়নকক্ষে না পেয়ে তার নানা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির টয়লেটের মেঝেতে মুখে ওড়না গুঁজে ও গলায় ওড়না পেঁচানো অবস্থায় আরজুর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
প্রাথমিক তদন্তে জানা যায়, নাজিম ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে আরজুকে হত্যা করে। চিৎকার শুনে আরজুর নানা আব্দুল হাকিম ঘটনাস্থলে ছুটে গেলে, নাজিম দা দিয়ে তাকেও আঘাত করে। একইভাবে হাকিমের স্ত্রীকেও গুরুতরভাবে জখম করে সে পালিয়ে যায়।
ঘটনার পর পরই পুলিশ সুপারের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করে জেলা গোয়েন্দা শাখা। চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিকে ধরার জন্য তৎপরতা শুরু হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, নাজিম রামু থানার রশিদনগর ইউনিয়নের কাদমার পাড়ার এক দুর্গম পাহাড়ি এলাকায় আত্মগোপন করেছে।

দীর্ঘ অনুসন্ধান ও পরিকল্পনার অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা, কক্সবাজার জেলা পুলিশ এবং সিআইডি কক্সবাজারের সমন্বয়ে অভিযান চালিয়ে ১১ এপ্রিল গভীর রাতে নাজিমকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর আসামিকে সঙ্গে নিয়ে মামলার আলামত উদ্ধারে অভিযান চালানো হয়।
এই ঘটনায় চন্দনাইশ থানায় মামলা নং-০৫, তারিখ ০৯/০৪/২০২৫, ধারা ৩০২/৩২৬/৩০৭ পেনাল কোড ও নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধন ২০২৫) এর ৯(৪)(খ) ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্ত এখনও চলমান।
এ ধরনের বর্বর ও জঘন্য ঘটনার দ্রুত উদঘাটন এবং মূল আসামিকে গ্রেফতার করায় পুলিশ সুপার চট্টগ্রাম জেলা গোয়েন্দা শাখার সদস্যদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ
