প্রকাশ: ১৭ মে ২০২৩, ১:৫৫
বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজা ও সাতটি ইয়াবা ট্যাবলেটসহ তিন জনকে আটক করেছেন হিজলা থানার পুলিশ সদস্যরা।
হিজলা থানার দেয়া তথাসূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ১৬ মে মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে হিজলা থানার এসআই মোঃ আরিফ ও এসআই মোঃ বশিরের নেতৃত্বে পুলিশের একটি টিম গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর এলাকার শামসুল হক সিকদারের বাড়িতে অভিযান চালায়।
অভিযানকালে ঘর থেকে শামসুল হক সিকদারের দুই ছেলে আনিস সিকদার(৩৫), মহসিন সিকদার (৩২) ও বড়জালিয়া ইউনিয়নের শামীম(২৫) কে আটক করা হয়েছে। এসময় ঘর থেকে চার কেজি গাঁজা ও সাতটি ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। আটক তিনজনকে রাতেই হিজলা থানায় নিয়ে আসা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে হিজলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইউনুস মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেন এবং জানান, পুলিশ বাদী হয়ে অভিযানে আটক তিনজনকে আসামী করে মামলা দায়ের করেছে।