প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১২:৩৯
বাংলাদেশ পুলিশ বাহিনীর মনোগ্রাম পরিবর্তন হতে যাচ্ছে। বর্তমান লোগো থেকে বাদ পড়তে যাচ্ছে ‘নৌকা’ এবং নতুন লোগোতে স্থান পেয়েছে দেশের জাতীয় ফুল শাপলা, ধান ও গমের শীষ এবং পাটপাতা। এই সিদ্ধান্তটি নিয়েছে সরকার, যার ফলে পুরো পুলিশ বাহিনীর নতুন লোগো ব্যবহার শুরু করতে যাচ্ছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) পুলিশ সদরদপ্তর থেকে এক চিঠির মাধ্যমে লোগো পরিবর্তনের বিষয়টি জানানো হয়। চিঠিতে বলা হয়েছে, শিগগিরই মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে এবং তারপরই পুলিশ বাহিনীকে নতুন লোগো ব্যবহার করতে হবে।