প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ২১:৫
কুমিল্লার দেবীদ্বারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ছিল ১০২ জন পরীক্ষার্থী। সারাদেশের ন্যায় বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার ৬ হাজার ৩৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ হাজার ৯ শত ৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষা শুরু হওয়ার পর থেকে উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।