প্রকাশ: ১ মার্চ ২০২৩, ২৩:৪৩
লালমনিরহাটের হাতীবান্ধায় শাহ্ গরীবুল্যাহ বালিকা বিদ্যালয়ের আয়োজনে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সারাদিন ব্যাপি উপজেলার একমাত্র স্বনামধন্য নারী শিক্ষা প্রতিষ্ঠান শাহ গরীবুল্যাহ বালিকা বিদ্যালয়ে নবীন বরণ সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লিয়াকত হোসেন বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন তাজু হাতীবান্ধা এস এস সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান সাবেক প্রধান শিক্ষক নুরুজ্জামান আহম্মেদ ও শাহ গরীবুল্যাহ বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক তবিবর রহমান প্রমুখ।