প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১:২৮
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার( ২৩ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী অফিসে আয়োজিত সভায় সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মুহাম্মদ সরওয়ার উদ্দীন এর সভাপতিত্বে,উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর বলেন, মাদকের বিষয়টা ব্যাপক হারে বেড়ে যাওয়ার কারণে। তরুণ সমাজ যখন মা বাবার কাছে টাকা পাইনা। তখন তারা এসে দাড়ায় রাস্তায়। অন্যের রিস্কা হোক সিএনজি হোক। কারো ঘরের দরজা খোলা পাক। সেখান থেকে তাদের নেশার টাকাটা সংগ্রহ করতেই হবে।
চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর বলেন, মাদকের বিরুদ্ধে যদি জোরালো অভিযান পরিচালনা করা যায়। তাহলে আইনশৃঙ্খলা অটোমেটিকলি ভালো হয়ে যাবে। আজ থেকে দু তিন মাস আগেও এলাকায় চুরি ছিল না। এখন শোনা যায়। চেয়ারম্যান বলেন আমি মনে করি, মাদকের ব্যাপক চরাচরির কারণে। মাদক শিবিরা মাদকের টাকার অভাবে এসব কাজ করতেছে।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রোকিয়া বেগম, উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো.নোমান মিয়া, সরাইল বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবদুর রউফ, সরাইল থানা এস আই জয়নাল আবেদিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাত বেগম,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারী শিক্ষা কর্মকর্তা মো.নজরুল ইসলাম, সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার, চুন্টা ইউপি চেয়ারম্যান মো.হুমায়ুন কবির, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান মো.মনসুর হোসেন, পানিশ্বর ইউপি চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, পাকশিমুল ইউপি চেয়ারম্যান মো. আবু কাউছার হোসেন,সহ বিভিন্ন কর্মকর্তা, জন প্রতিনিধিগন বক্তব্য দেন।
সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, গরুচুরি, ইভটিজিং, মাদক প্রতিরোধে এবং সরকারের উন্নয়ন মূলক কাজে সর্বাত্বক সহযোগিতা করার ব্যাপারে আলোচনা করা হয়।