প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ৩:৩৮
ঋতুচক্রের নিয়মে বসন্তের আগমনের মধ্যদিয়ে শীতের শেষ হয়েছে। যদিও দেশের সাতটি জেলার ওপর দিয়ে মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এমন পরিস্থিতির মধ্যেই আবার দেশের উত্তর উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এমন অবস্থায় সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে সারা দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
এ ছাড়া রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে যে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে সেটি কিছুটা প্রশমিত হতে পারে।
পাশাপাশি সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ সময়ের শেষে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একইসঙ্গে বর্ধিত ৫ দিনে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জসহ দেশের উত্তর উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দেয়া হয়েছে।
মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ৭.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৩২ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৪ মিনিটে।