প্রকাশ: ২ ফেব্রুয়ারি ২০২৩, ২:২৬
নাটোরের লালপুরে ৬৩ লাখ ৮৮ হাজার ৭৫০ টাকা ব্যায়ে এক হাজার ৭৪ মিটার কাঁচা রাস্তার এইচবিবি করণ কাজের উদ্বোধন করেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল ।
বৃহস্পতিবার (২ফেব্রুয়ারি) সকালে উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চল গন্ডবিল বটতলা মোড় হইতে জমসেদের মোড় পর্যন্ত গ্রামীণ মাটির রাস্তা টেকসই করন কাজের শুভ উদ্বোধন করেন তিনি ।
এসময় দুড়দুড়িয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আ.স.ম মাহামুদুল হক মুকুল, বিলমাড়িয়া ইউপি সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকোনুল ইসলাম প্রমুখ।
এছাড়াও এলাকার নেতৃত্ব স্থানীয় ব্যক্তি ও সুধিজনেরা উপস্থিত ছিলেন।