
প্রকাশ: ৭ জানুয়ারি ২০২৩, ৩:২৫

দুনিয়ার জগৎ হলো ক্ষণস্থায়ী। একদিন জগৎ নাশ হয়ে যাবে। পৃথিবী অস্তিত্ব হারাবে।পৃথিবীতে কোনো মানুষের চিহ্ন অবশিষ্ট থাকবে না। এই ধ্বংসশীল দুনিয়াতে মানুষও ধ্বংসশীল। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে সংসদ সদস্য প্রার্থী মোহন মিয়া (৬০) মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মোহন মৈশান সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিনের নোয়াগাঁও (মধ্যপাড়া) মৈশান বাড়ির মৃত্যু ফজর আলীর ছেলে। তিনি ১ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
নিহতের পরিবার সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। শনিবার বিকাল ৩টা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হন। বিকাল সাড়ে ৫টায় তিনি মৃত্যুবরণ করেন।

মোহন মিয়া সরাইল- আশুগঞ্জ - আসন থেকে আসন্ন উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত ( ৫ জানুয়ারি) মনোনয়নপত্র জমা দিয়েছেন। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে ফেসবুকে শোকবার্তা জানিয়েছেন অনেকে।
হাসপাতাল সূত্রে জানা যায়, হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মোহন মিয়া।