প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ২৩:৪১
জাতীয় প্রাথমিক শিক্ষক পদক ২০২২ প্রতিযোগীতায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার বাংলাহিলি ১ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মহিদুল ইসলাম উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
জাতীয় শিক্ষা পদক ২০২২ এর উপজেলা বাচাই কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার নুর-এ আলমের সভাপতিত্বে বাছাই কমিটি তাকে নির্বাচিত করেন।তিনি অ২র এর হাকিমপুুর উপজেলার একমাত্র জেলা অ্যাম্বাসেডর।
করোনা কালিন সময়ে তিনি অন-লাইনে স্থানীয় হাকিমপুর অনলাইন প্রাইমারি স্কুল,দিনাজপুর অনলাইন প্রাইমারি স্কুল,সারা বাংলা অন-লাইন প্রাইমারি স্কুলে নিয়মিত ক্লাস নিতেন।জুম প্লাটফর্মে,ফেসবুক লাইফ, ক্লাস সহ গুগল মিটে ৪ শতাধিক ক্লাস নিয়েছেন তিনি।
তিনি একজন গনিত অলিম্পিয়ার্ড মাস্টার ট্রেনার।এছাড়া তিনি কাব স্কাউটিং স্বেচ্ছাসেবকমূলক কাছে সরাসরি সম্পৃক্ত থাকেন।আগামী ২০ সেপ্টেম্বর তিনি দিনাজপুর জেলায় শ্রেষ্ঠ শিক্ষক প্রতিযোগীতায় অংশগ্রহন করবেন। তিনি সকলের নিটক দোয়া চেয়েছেন।