প্রকাশ: ১ আগস্ট ২০২২, ০:৩২
মাপে তেল কম দেওয়ার অভিযোগে রাজধানীর কল্যাণপুরে একটি সার্ভিস স্টেশনের সামনে অবস্থান নিয়েছেন শেখ ইসতিয়াক আহমেদ নামে এক যুবক।‘সঠিক পরিমাণে তেল চাই’লেখা একটি প্ল্যাকার্ড নিয়ে সোমবার (১ আগস্ট) বেলা ১১টা থেকে এ অবস্থান নেন তিনি।
ইসতিয়াক আহমেদ জানান, সোমবার সকাল ১০টার দিকে আমি শ্যামলী থেকে মিরপুরের বিআরটিএ কার্যালয়ে যাচ্ছিলাম।পথে ৪ নম্বর দক্ষিণ কল্যাণপুরের সোহরাব সার্ভিস স্টেশন থেকে মোটরসাইকেলে ৫০০ টাকার অকটেন নিই। কিন্তু সামনে মিটার থাকলেও তেল সরবরাহকারী আকাশ তাকে একটু সড়ে গিয়ে পেছনে দাঁড়াতে বলেন। এতে তিনি একটু দুরে গাছের আড়ালে গেলে মোটরসাইকেলে তেল দেওয়া হয়। তখন তিনি তেল কম দেওয়ার বিষয়টি বুঝতে পারেন।৫০০ টাকার ভাউচার পেলেও সঠিক পরিমাণে তেল পাননি বলে অভিযোগ করেন। তিনি ডিপো কর্তৃপক্ষকে মোটরসাইকেল থেকে তেল বের করে মাপতে বলেন। কিন্তু তারা তা করেনি।
এরপরই ‘সঠিক পরিমাণে তেল চাই’ প্ল্যাকার্ড নিয়ে বেলা ১১টা থেকে অবস্থান করছেন তিনি।
ইসতিয়াক বলেন, আমি এখানে অবস্থান নিয়েছি, দেখি কতক্ষণ পর্যন্ত থাকা যায়।প্রয়োজনে অফিসে গেলেও আবার এসে অবস্থান করব।আমার বাইক থেকে তেল নামাবে তারা। বাইকে ৫০০ টাকায় যে পরিমাণ তেল দেওয়া হয়েছে, আমি তা সবাইকে দেখাতে চাই। আমি এটা প্রমাণ করতে চাই যে, আমি বিন্দুমাত্র মিথ্যা বলছি না। আমি এখন পর্যন্ত গাড়ি স্টার্ট করিনি।
সোহরাব সার্ভিস স্টেশনের ম্যানেজার বলেন, তিন মাস থেকে এটি চালাচ্ছেন তারা। কিন্তু ডিপোর আগের কর্মচারীরা রয়ে গেছেন। তাদের একজন এ ঘটনা ঘটিয়েছেন। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি।