প্রকাশ: ৮ জুলাই ২০২২, ২২:৪১
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে দিনাজপুরের হাকিমপুর পৌরসভায় ৩ হাজার ৮১ জন দরিদ্র, অসহায় ও দুস্থদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
শুক্রবার(৮ জুলাই) সকালে পৌর ভবনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্হাপনায় মানবিক সহায়তা কর্মসূচির আওতায় বিনামূল্যে ভিজিএফ এর খাদ্যশস্য (চাল) বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হাকিমপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।
এসময় প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম লিটনসহ ৯ টি ওয়ার্ডের কাউন্সিলরা উপস্থিত ছিলেন। এবারে ঈদুল আযহা উপলক্ষে পৌর সভার ৯টি ওয়ার্ডে ৩ হাজার ৮১ জনের মাঝে এই চাল বিতরণ করা হয়।
মেয়র জামিল হোসেন চলন্ত বলেন,পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সবাই যেন এক সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে সে কারণে ঈদের আগেই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের মাধ্যমে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় বিনামূল্যে ভিজিএফ এর খাদ্যশস্য ( চাল) বিতরণ করা হয়েছে। এ সময় প্রতি জনকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়েছে।