প্রকাশ: ১৭ জুন ২০২২, ০:২১
আগামী ২৫ জুন দক্ষিন- পশ্চিমাঞ্চলের মানুষের বহুদিনের আশার প্রদীপ পদ্মা সেতুর শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অর্জনকে স্মরণীয় করতে নানা আয়োজন হাতে নিয়েছে মাদারীপুর জেলা প্রশাসন। সেতুর উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৬ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
শুক্রবার (১৭ জুন) সকাল ১১ টার দিকে জেলার কর্মরত সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ কথা জানান জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।
জেলা প্রশাসক সংবাদ সম্মেলনে জানায়, ২৫ জুন বণার্ঢ্য লেজার শো ও আতশবাজির পাশাপাশি গান পরিবেশনা করবেন কন্ঠশিল্পী মমতাজ বেগম, খুরশীদ আলম, প্রতীক হাসান সহ অন্যান্যরা, ২৬ জুন সমবেত নৃত্য ও কোরিওগ্রাফি অনুষ্ঠানে থাকবেন কণ্ঠশিল্পী কণা, ইমরান, ব্যান্ডদল স্পন্দন, ২৭ জুন যাত্রা দলের পরিবেশনা অনুষ্ঠানে থাকবেন কণ্ঠশিল্পী শফি মন্ডল, রাজিব, ২৮ তারিখে নাট্যদলের পরিবেশনা অনুষ্ঠানে থাকবেন কণ্ঠশিল্পী ঐশী, ২৯ জুন থাকবে বিশেষ অ্যাক্রোবাটিক পরিবেশনা, বাউল দলের পরিবেশনা অনুষ্ঠানে থাকবেন কণ্ঠশিল্পী মেহেরীন, সজীব এছাড়া ৩০ জুন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের পরিবেশনা সমবেত নৃত্য (নৃত্যাঅঞ্চল) পরিচারনায় থাকবেন শামীম আরা নিপা ও শিবলী মুহাম্মদ ব্যান্ডদল জলের গান।
জেলা প্রশাসকের রহিমা খাতুন বলেন, স্বপ্নের এ পদ্মা সেতুর উদ্বোধনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে প্রতিটি বাঙালির হৃদয় আজ আনন্দে উদ্বেলিত। ঐতিহাসিক এ অর্জনকে স্মরণীয় করে রাখতে দক্ষিনের দ্বার মাদারীপুর জেলার শিবচর বাংলাবাজার ঘাটে জেলা প্রশাসনের আয়োজন ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকার পরিবেশনায়, ২৫ জুন শনিবার থেকে ৩০ জুন বৃহস্পতিবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলের শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) ঝোটন চন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শিমুল কুমার সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল ইসলাম, জেলা তথ্য অফিসার মো. রিয়াদুল ইসলাম, জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।