প্রকাশ: ১৪ মে ২০২২, ০:১৫
রাজবাড়ীর দৌলতদিয়া থেকে ৫ গ্রাম হেরোইনসহ ১ মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ থানা পুলিশ।
শুক্রবার (১৩ মে) রাত ৯ টার দিকে উপজেলার ছাহের মন্ডল পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মাদককারবারী হলো, উপজেলার ছাহের মন্ডল পাড়া এলাকার মৃত আওয়াল শেখ এর ছেলে মো. সাজু শেখ অরফে কুটি (৩৫)।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, আটককৃত মাদককারবারী কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শনিবার দুপুরে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।