প্রকাশ: ৩০ এপ্রিল ২০২২, ৩:৪
ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সদর ইউনিয়নের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেড় শতাধিক সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিতে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।
শনিবার ৩০ এপ্রিল বিকেলে সরাইল উপজেলা প্রাণীসম্পদ হাসপাতালের মাঠে সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল এর সভাপতিত্বে সাংবাদিক মো. জহিরুল ইসলাম রিপনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য এড. জিয়াউল হক মৃধা, স্বাধীনতা শিক্ষক পরিষদের মহাসচিব শাহজাহান আলম শাজু।
বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের উপ সচিব মোঃ জিহাদ উদ্দিন, আওয়ামীলীগ নেতা কামরুজ্জামান আনসারী, সরাইল উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা মো. মোস্তাফিজুর রহমান, শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক, আওয়ামীলীগ নেতা মো. কায়কোবাদ, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, মো.ফয়সাল আহমেদ দুলাল, মো. নজরুল ইসলাম প্রমুখ।এ
কজন প্রতিবন্ধী শিশুকে হুইলচেয়ার প্রদান করা হয়।