প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ২:৫৩
র্যাব-৮’র অভিযানে ১৭৫ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ বুধবার (১৬ ফেব্রুয়ারী) গোলালন্দঘাট থানাধীন সিরাজখার পাড়া গ্রাম থেকে তাকে আটক করে র্যাব। আটককৃত গোলাম মাওলা (১৮) রসুলপুর গ্রামের সোহরাব সর্দারের পুত্র এবং ফিরোজ মোল্লা (১৮) ওই এলাকার কোবাদ মোল্লার পুত্র। বুধবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৮ সিপিসি-২ এর ডিএডি মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন সিরাজখারপাড়া গ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় ওই এলাকা থেকে মাদক ব্যবসায়ী গোলাম মাওলা ও ফিরোজ মোল্লাকে আটক করেন তারা এবং তাদের কাছ থেকে ১৭৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রি কাজে ব্যবহৃত দুটি মুঠোফোন ও দুই ইজিবাইক জব্দ করে র্যাব।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে আটককৃতদের আসামী করে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।