প্রকাশ: ৩ ফেব্রুয়ারি ২০২২, ২:৩৪
দিনাজপুর হিলিতে মাস্ক না পড়ায় পথচারী, দোকান, মোটরসাইকলে চালকসহ ৪জনকে ৮শ টাকা জরমিানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতবিার (৩ ফেব্রুয়ারী) দুপুরে হিলি বাজারে অভিযান পরিচলনা করে উপজেলা নিবার্হী র্কমর্কতা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম তাদের এই জরিমানা করেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম বলেন, করোনা সংক্রামন রোধে সরকারি বিধি নিষেধ আরোপতি রয়েছে সেগুলো বাজারে সাধারন মানুষজন মানছে কিনা সেটি নিশ্চিত করতে নিয়মিত ভাবে অভিযান পরচিালনা করা হচ্ছে। আজ মাস্ক না পড়ায় ও স্বাস্থ্যবিধি না মানায় ৪জনকে ৮শ টাকা জরমিানা করা হয়েছে। করোনা সংক্রমণ রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।