প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২২, ২:৩৭
মেহেরপুরের গাংনীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ১৫ বোতল ফেনসিডিল সহ মাদক কারবারি মোঃ শামীম হোসেনকে(২৮)আটক করেছে গাংনী থানা পুলিশ।
সোমবার রাত সাতটার দিকে উপজেলার কল্যাণপুর মধ্যপাড়ার একটি বাগানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক শামীম হোসেন উপজেলার কল্যাণপুর জোয়ার্দ্দার পাড়ার শহিদুল হকের ছেলে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোহাঃ শরিফ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান,উপজেলার কল্যাণপুর গ্রামের একটি আম কাঁঠালের বাগানের মধ্যে গাঁজা ও ফেনসিডিল নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শামীম হোসেনকে আটক করা হয়। এ সময় তার নিকট থেকে ২ কেজি গাঁজা ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
আটক শামীম হোসেনের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।