https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

টেইলার্সের দোকানে শিক্ষার্থীদের টিকাদান !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২২, ২৩:৪৮

শেয়ার করুনঃ
টেইলার্সের দোকানে শিক্ষার্থীদের টিকাদান !

কুড়িগ্রামের রৌমারীতে গরুর হাটের পাশে একটি টেইলার্সের দোকানে বুথ স্থাপন করে শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তিমারী বাজারের পাশে গরুর হাট লাগোয়া টেইলার্সের দোকানে সহস্রাধিক শিক্ষার্থীকে দিনভর টিকা দেওয়া হয়। সেখানে দুর্গন্ধময় কাদাপানিতে দাঁড়িয়ে টিকা নিতে হচ্ছে বলে শিক্ষার্থীদের অভিযোগ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রৌমারী উপজেলার ২৫ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়ার জন্য বরাদ্দ চাওয়া হয়। এ অবস্থায় বরাদ্দ পাওয়া গেছে ৫ হাজার টিকা।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

গত ১২ জানুয়ারি রৌমারী উপজেলা সদরে অবস্থিত সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয়ে বুথ স্থাপন করে টিকা প্রদান কার্যক্রম শুরু করা হয়। এদিন ১ হাজার ৯১২ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়। পাশাপাশি দূরত্ব বিবেচনা করে যাদুরচর ইউনিয়নের যাদুরচর উচ্চ বিদ্যালয় ও যাদুরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীকে টিকা দেওয়ার জন্য বুথ হিসেবে কর্তিমারী বাজারের গরুর হাটের লাগোয়া একটি টেইলার্সের দোকান নির্ধারণ করে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) টিকা কার্যক্রম শুরু করা হয়।

টিকা নিতে আসা নাম প্রকাশে অনিচ্ছুক যাদুরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, হাটের মধ্যে পানি জমে ছিল। গরুর মল-মূত্রের গন্ধে দাঁড়িয়ে থাকতে খুব কষ্ট হচ্ছিল। বিদ্যালয় থেকে নির্দেশনা দেওয়ায় তাদের এই ভোগান্তির মধ্যে টিকা নিতে হয়েছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

যাদুরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিন দাবি করেছেন, এলাকাটি অনুন্নত। কোথাও এসি কক্ষ নেই। ওই টেইলার্সের দোকানে এসি লাগানো আছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সেখানে টিকা দেওয়ার বুথ হিসেবে নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, বৃষ্টি হওয়ায় কিছু জায়গায় একটু পানি জমেছিল। গরুর মল-মূত্র ছিল না। সব পরিষ্কার করা হয়েছে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইবুল ইসলাম জানান, যাদুরচরের ওই দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপজেলা সদরে আসতে অনেকটা পথ অতিক্রম করতে হয়। এ জন্য বিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে কর্তিমারী বাজারের ওই টেইলার্সের দোকানে এসি সুবিধা থাকায় সেখানে বুথ করা হয়েছে।

গরুর হাটের পাশে অস্বাস্থ্যকর পরিবেশে বুথ স্থাপনের বিষয়ে তিনি আরও জানান, ওই স্থান পরিষ্কার করা হয়েছে। সেখানে কোনো ময়লা থাকার কথা নয়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জানান, তিনি আসলে বুথটি দেখেননি। বিদ্যালয় কর্তৃপক্ষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধে ওই বাজারে বুথ করা হয়েছে। এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ভালো বলতে পারবেন।

তিনি আরও বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজ নিয়ে বুথের ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

এ বিষয়ে শুক্রবার (১৪ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, দূরত্বের কারণে শিক্ষার্থীদের কষ্ট লাঘবে ওইখানে বুথ স্থাপন করা হয়েছে। মূলত বিকল্প কোনো স্থান না থাকায় ওই টেইলার্সের দোকানটি বুথ হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তিনি এখন ছুটিতে আছেন। এ জন্য এর বেশি কিছু বলতে পারছেন না বলে জানান তিনি।

এদিকে সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. আখের আলী জানান, জেলায় ২ লাখ ২১ হাজার ৯২৪ জন শিক্ষার্থীকে করোনা টিকা দেওয়া হবে। এ পর্যন্ত ৯৭ হাজার ৪১২ জনকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে রৌমারীতে বুধবার ও বৃহস্পতিবার এ দুইদিনে ৪ হাজার ৪৫২ জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

চিকিৎসায় নতুন যুগের পথে চীন-বাংলাদেশ অংশীদারত্ব

চিকিৎসায় নতুন যুগের পথে চীন-বাংলাদেশ অংশীদারত্ব

বাংলাদেশে স্বাস্থ্য খাতে উন্নয়নের অংশ হিসেবে চীনের সহায়তায় তিনটি আধুনিক হাসপাতাল নির্মাণের প্রস্তুতি চলছে। রবিবার (১৩ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর এ তথ্য জানান। তিনি বলেন, “নীলফামারীতে এক হাজার শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। এর জন্য প্রাথমিকভাবে ১৬ একর জমি চিহ্নিত করা হয়েছে। বিষয়টি সরাসরি প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে

বাংলাদেশে প্রথমবারের মতো জিকা ভাইরাস শনাক্ত, সতর্কতার আহ্বান

বাংলাদেশে প্রথমবারের মতো জিকা ভাইরাস শনাক্ত, সতর্কতার আহ্বান

বাংলাদেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত হয়েছে। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) তাদের গবেষণায় পাঁচজনের শরীরে এই ভাইরাস সনাক্ত করেছে। সোমবার (৩ মার্চ) আইসিডিডিআরবি তাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এ বিষয়ক তথ্য প্রকাশ করে। আইসিডিডিআরবি জানায়, তারা ২০২৩ সালে সংগৃহীত নমুনাগুলোর পর্যালোচনা করে এ তথ্য পেয়েছে। গবেষণায় ব্যবহৃত সমগ্র জিনোম সিকোয়েন্সিং এবং তুলনামূলক বিশ্লেষণ থেকে গবেষকরা নিশ্চিত হয়েছেন যে,

সরাইল হাসপাতালে অবকাঠামো উন্নয়নে ধীরগতি! বিঘ্নিত চিকিৎসা সেবা

সরাইল হাসপাতালে অবকাঠামো উন্নয়নে ধীরগতি! বিঘ্নিত চিকিৎসা সেবা

সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিল্ডিং নির্মাণ কাজ তিন বছরেও শেষ হয়নি। ২০২২ সালের শুরুতে ৩ তলা বিশিষ্ট বিল্ডিংটি তৈরি হওয়ার কথা ছিল, কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠান কাজ অসম্পূর্ণ রেখে পালিয়ে যাওয়ার কারণে এ প্রকল্পটি দীর্ঘ দিন ধরে স্থগিত রয়েছে। এতে সরাইল উপজেলার কয়েক লাখ মানুষ চিকিৎসা সেবার ক্ষেত্রে মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয়রা জানিয়েছেন, হাসপাতালের বর্তমান বিল্ডিংটি অত্যন্ত ছোট এবং সংকীর্ণ

চক্ষু ইনস্টিটিউটে ১০৩ আহত, চিকিৎসা নিয়ে হতাশা

চক্ষু ইনস্টিটিউটে ১০৩ আহত, চিকিৎসা নিয়ে হতাশা

আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে এখনো রয়েছেন ১০৩ জন চোখে গুলিবিদ্ধ আহত। তাদের অনেকেরই এক বা দুই চোখে গুলি লেগেছে, কেউ কেউ একাধিক অস্ত্রোপচারের পরও দৃষ্টিশক্তি ফিরে পাননি। আহতরা অভিযোগ করছেন, তারা আশানুরূপ চিকিৎসা পাচ্ছেন না। স্বজনরা বলছেন, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা উপদেষ্টাদের প্রথম কাজ হওয়া উচিত ছিল, কিন্তু এখনো শহিদ পরিবারের অনেকে দ্বারে দ্বারে ঘুরছেন। আন্দোলনে অংশ

সুস্থ খাদ্যাভাসেই কমতে পারে ক্যান্সারের ঝুঁকি

সুস্থ খাদ্যাভাসেই কমতে পারে ক্যান্সারের ঝুঁকি

দেশে অনুমিত ক্যান্সার রোগীর সংখ্যা প্রায় ১৫ লাখ, প্রতি বছর নতুন করে যুক্ত হয় আড়াই থেকে তিন লাখ মানুষ। বেশিরভাগই চিকিৎসার বাইরে থাকেন বা অপচিকিৎসার শিকার হন। মাত্র এক-চতুর্থাংশ রোগী সঠিক চিকিৎসার সুযোগ পান, তবে তাদেরও অনেকে দেরিতে আসেন, যখন সুস্থ হওয়ার সম্ভাবনা কমে যায়। ব্যয়বহুল চিকিৎসার কারণে অনেকের পক্ষেই এটি সম্ভব হয় না। এসব পরিস্থিতির মধ্যেই বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য