প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ২:১৫
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে লটারির মাধ্যমে ৬ষ্ঠ শ্রেণি ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। (২৯ ডিসেম্বর) বুধবার সকাল ১১ টায় বিদ্যালয়ের প্রাঙ্গণে বিদ্যালয়ের সভাপতিও সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর এবং উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল এই লটারি প্রক্রিয়ায় উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালেদ জামিল খান, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো.আনোয়ার হোসেন (ভারপ্রাপ্ত) অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো.আয়ুইব খান, সহকারী শিক্ষক গাজী মো.মাজিদ,আব্দুল করিম,সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন,অভিভাবক সদস্য মো.গাজী রাজ্জাক,এস এম ফরিদ,কাজি আমিনুল ইসলাম শিলভী, মো. মাহফুজ মিয়া,মোছাঃ রুবি আক্তারসহ অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।
ষষ্ঠ শ্রেণীতে ৩শত ৩৩ জন আবেদনকারীর মধ্যে লটারির মাধ্যমে ১৭৬জন শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত করা হয়। এরমধ্যে মুক্তিযোদ্ধা কোটা থেকে চারজন শিক্ষার্থীসহ ১৮০ জনকে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ থেকে জানা যায়। লটারির মাধ্যমে ২০ জন শিক্ষার্থীকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
যদি ১৮০ জনের মধ্যে কেউ ভর্তি না হয় তাহলে অপেক্ষামান তালিকা থেকে প্রথম ভর্তি করা হবে বলে জানান। এ সময় উপস্থিত বক্তারা বলেন,লটারি ভর্তির মাধ্যমে ভর্তি বাণিজ্য বন্ধ হয়েছে আমাদের অভিভাবকদের মধ্যে যে অসুস্থ প্রতি যোগিতা ছিল,যেসব অনৈতিক ভর্তি অনাকাঙ্ক্ষিত তদবির ছিল,এখন তা বন্ধ হয়ে গেছে। তারা বলেন, লটারিতে ভর্তি প্রক্রিয়া সরকারের একটি মহৎ উদ্দেশ্য, লটারিতে ভর্তিও কোচিং বাণিজ্য একেবারে বন্ধ হয়ে গেছে।