
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৮

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ১৭ কমিশনারকে একযোগে বদলি করা হয়েছে। এই বদলির প্রজ্ঞাপন মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আবুল মনসুর সই করে জারি করেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এবং নির্বাচন কমিশন সচিবালয় ও বাংলাদেশ নির্বাচন কমিশনের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের কর্মকর্তাদের নবসৃষ্ট দপ্তরসমূহে পদায়ন এবং আন্তঃদপ্তর বদলির সিদ্ধান্ত জনস্বার্থে কার্যকর হবে।
