প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ২২:৯
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই অন্যায়কারীকে প্রশ্রয় দেন না বলে বক্তৃতায় বলেছেন, বাংলাদেশ আওয়ামীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.শাম্মী আহমেদ।
সোমবার ১৩ ডিসেম্বর সকাল ১১ টায় বঙ্গবন্ধু ম্যুরালে বরিশালের হিজলা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনাসভার প্রধান অতিথি ড. শাম্মী তার বক্তৃতায় সাবেক প্রতি মন্ত্রী ডাঃ মুরাদকে উদাহরণ টেনে এ কথা বলেন।
তিনি তার বক্তব্যে আরো বলেন, দয়া করে কেউ ক্ষমতার অপব্যবহার করবেন না। নেত্রী আমাদের বিভিন্ন পদ দিয়েছেন দেশ ও জনগণের পাশে থেকে সহযোগিতা করার জন্য ক্ষমতা দেখানোর জন্য নয়। তবে আওয়ামীলীগের কোনো কর্মীর উপর কেউ আক্রমণ করলে সম্মিলিতভাবে প্রতিহত করবেন।
হিজলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. তালুকদার মোঃ ইউনুস, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ সহ হিজলা এবং মেহেন্দিগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।