প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১, ১:৯
কলাপাড়ায় চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ তিনটি ইউনিয়নে নির্বাচন আগামী ২৩ ডিসেম্বর। এ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে টিয়াখালী ইউনিয়নের তিন চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা রোববার সকালে শহরে মিছিল করে।
সাবেক ছাত্রলীগ সভাপতি সুজন মোল্লার সমর্থনে একটি মিছিল শহরের পুরান স্টিমারঘাট এলাকা অতিক্রম কালে মিছিলে লাঠি নিয়ে হামলার চেষ্টা করে এক যুবক। এসময় মিছিলে অংশ নেয়া যুবকরা ওই যুবককে আটক করে গণধোলাই দেয়। এছাড়া টিয়াখালী ইউপির বর্তমান চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, সাবেক চেয়ারম্যান সুজন মোল্লা ও উপজেলা সেচ্ছাসেবক লীগ সভাপতি ইয়ামিন আহমেদ এর সমর্থকরা মিছিল নিয়ে কুমারপট্রি দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নেয়।
এ সময় তিন প্রার্থীর সমর্থকরা নিজ নিজ প্রার্থীর সমর্থকরা শ্লোগান দিলে উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে কলাপাড়া থানা পুলিশ মিছিলের মাঝে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। টিয়াখালী ইউনিয়নে ইভিএমে ভোট অনুষ্ঠিত হবে। তবে শান্ত ছিলো চাকামইয়া ও নীলগঞ্জ ইউনিয়নের সম্ভাব্য প্রার্থীর সমর্থকরা। এ দুই ইউনিয়নে ব্যালটে ভোট হবে। তিন ইউনিয়নে নৌকা প্রতীক পেতে ২৭ জন প্রার্থী দলীয় মনোনয়ন সংগ্রহ করে। তৃনমূলের ভোটে বিজয়ী হতে টিয়াখালীর তিন প্রার্থী বিশাল শোডাউন করে।
তিনটি ইউনিয়নে তৃনমূলের প্রার্থী বাছাই প্রক্রিয়ায় আওয়ামীলীগের বর্ধিত সভায় টিয়াখালী ইউনিয়নে কাউন্সিল ভোটে বর্তমান চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু ৩২ ভোট, মাহমুদুদুর রহমান সুজন মোল্লা ২২ ভোট, সৈয়দ হাসানুর রহমান রিমু ৭ ভোট ও ইয়ামিন আহমেদ ৪ ভোট পেয়েছেন।
চাকামইয়া ইউনিয়নে কাউন্সিল ভোটে মকবুল দফাদার ২৭ ভোট, বর্তমান চেয়ারম্যান হুমায়ূন কবির কেরামত ২২ ভোট ও আব্দুল মোতালেব হাওলাদার ৮ ভোট পেয়েছেন।
এ রির্পোট লেখা পর্যন্ত বিকেল সাড়ে ৪ টায় নীলগঞ্জ ইউনিয়নের কাউন্সিল ভোট হয়নি।
সেখানে ৫ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাশির প্রত্যেকের নাম পাঠানো হয়েছে এদের মধ্যে বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন মাহমুদ, মাসুদ নিজামী, বাবুল মিয়া, খান মো: জিয়াউল ইসলাম ও নাসির উদ্দিন বিপ্লব।