প্রকাশ: ৪ নভেম্বর ২০২১, ১৭:১৪
পিরোজপুরের কাউখালীতে মো. মেহেদী হাসান (১৭) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন স্বজনরা।নিহত ওই স্কুল ছাত্র উপজেলার সদর ইউনিয়নের আসপদ্দি গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র। ঘটনাটি ঘটেছে বুধবার (০৩ নবেম্বর) রাত পৌনে দশটার দিকে। নিহত ওই স্কুল ছাত্রকে ওই রাতে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন। সে উপজেলার জয়কুল কারিগরি স্কুল এন্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র।
নিহতের পরিবার, থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রাতে পরিবারের লোকজন খাবার খেতে বসে তাকে খাবার খেতের ডাকেন। কিন্তু কোন সাড়া-শব্দ না পেয়ে তার কক্ষে গিয়ে তাকে তাকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সের কর্তব্যরত চিকিৎসক আরিফা সিদ্দিকী জানান, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতারে নিয়ে আসা হয়েছিলো।
স্থানীয় একটি সূত্র জানান, করোনায় দীর্ঘ স্কুল বন্ধ থাকায় পিতা তাকে নিজ বাড়ির সামনে একটি কনফেকশনারী (বেকারীর) দোকান দিয়ে দেন। ঘটনার দিন সন্ধ্যায় সে (মেহেদী) তার দোকানে বসে বন্ধুদের নিয়ে আড্ডা দিচ্ছিলো। এসময় পিতা তাকে দোকানের বেচা-কেনার টাকা দিয়ে কি করে জানতে চাইলে সে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। এতে পিতার সাথে অভিমান করে আত্মহত্যা করে।
কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. বনি আমিন জানান, এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে প্রেরনের কাজ চলছে।