প্রকাশ: ২১ অক্টোবর ২০২১, ০:৩৫
অনুষ্টিত হতে যাচ্ছে আগামী ১১ নভেম্বর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ও ছোট ভাকলা ইউনিয়নের দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন।
এরই ধারবাহিকতায় বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকাল ৫ টার দিকে উজানচর ইউনিয়নের ২নং ওয়ার্ডে নৌকা প্রতীকের প্রার্থী মো. গোলজার হোসেন মৃধা উপস্থিত থেকে ওই ওয়ার্ডের কমিটি গঠন করেন।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তাফা মুন্সী, পৌর মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাসির উদ্দিন রনি, ও ওয়ার্ড, ইউনিয়নসহ অঙ্গসংগঠনের অন্যন্যা নেতৃবৃন্দ।