প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪০
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ভিজিডি কর্মসূচি বাংলাদেশের গ্রামীণ দুস্থ নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে একটি সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম। উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে পরিবারে বাল্যবিয়ে থাকলে পরবর্তীতে ভিজিডি তালিকায় অন্তর্ভুক্ত না করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বুধবার সংসদ ভবনে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
বৈঠকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির স্থায়ী সভাপতি মেহের আফরোজ চুমকি সভাপতিত্ব করেন। এসময় কমিটির অন্যান্য সদস্য আব্দুল আজিজ, শবনম জাহান, লুৎফুন নেসা খান, সাহাদারা মান্নান ও কানিজ ফাতেমা আহমেদ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দুস্থ পরিবার, বিশেষ করে নারীদের জীবনমান উন্নয়নে এ কর্মসূচি নেওয়া হয়েছে। ভিজিডি উপকারভোগী নারীরা মাসে ৩০ কেজি চাল পান। এ ছাড়া সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ বেসরকারি সংস্থার (এনজিও) মাধ্যমে প্রশিক্ষণ পান।