প্রকাশ: ৯ সেপ্টেম্বর ২০২১, ০:৫৯
রাজশাহী বিভাগ (সিরাজগঞ্জ জেলা ব্যতিত) পল্লী অবকাঠামো (RDRIDP) প্রকল্পের আওতায় জয়পুরহাটের পাঁচবিবিতে কাঁচারাস্তা পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন প্রধান অতিথি জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু।
আজ বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন গ্রামীণ সাড়ে ৬ কিঃমিঃ রাস্তা প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে দিনব্যাপী এসব পাকা করণ কাজের উদ্বোধন করেন তিনি।
এসময় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আফজাল হোসেন আঙ্গুর,উপজেলা প্রকৌশলী আব্দুল কাইয়ুম,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক মন্ডল,বাগজানা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউনুস আলী মন্ডল, সম্পাদক হাফিজুর রহমান, সাবেক বাগজানা ইউপি চেয়ারম্যান জামাত আলী মন্ডল,প্যানেল চেয়ারম্যান আরিফ হোসেন, সাবেক ইউপি সদস্য আবু সায়েম ও পৌর আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক জিহাদ মন্ডলসহ অনেকে উপস্থিত ছিলেন।