
দৌলতদিয়া যৌনপল্লীতে ব্যবসায়ীর মৃত্যু

প্রকাশ: ৩ সেপ্টেম্বর ২০২১, ০:২৯

রাজবাড়ী জেলার বৃহত্তম দৌলতদিয়া যৌনপল্লীতে মাত্রাতিরিক্ত যৌন উত্তেজক ঔষুধ সেবনের ফলে এক ইলেকট্রনিক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) ভোররাত ৫টার দিকে যৌনপল্লীর আসোয়ারা বাড়িওয়ালীতে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তি হচ্ছেন দেলোয়ার হোসেন বাবু (৫০)। তার বাড়ি ঢাকার ওয়ারী এলাকায়। তিনি ওখানে ইলেকট্রনিক ব্যবসা করেন।
থানাপুলিশ ও যৌনপল্লী সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেন বাবু বৃহস্পতিবার রাতে যৌনপল্লীতে আসেন। যৌনপল্লীর এলাকায় বিভিন্ন স্থানে ঘোরাফেরা করে তিনি ভোররাত ৪টার দিকে যৌনপল্লীর আনোয়ারা বাড়িয়ালির ভাড়াটিয়া জ্যোৎস্না বেগম (২৫) নামে এক পতিতার ঘরে প্রবেশ করেন।

এর আগে ঐ ব্যবাসায়ী স্থানীয় এক দোকান থেকে যৌন উত্তেজক ঔষুধ কিনে সেবন করেন। এতে তার প্রেশার বেড়ে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তার অবস্থা বেগতিক হলে ভোর ৫ টার দিকে যৌনকর্মী ভাড়াটিয়া জ্যোৎস্না আশপাশের লোকজনকে ডাকাডাকি করেন। এ সময় আশপাশের লোকজন এসে তাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসাপাতালে নিয়ে যান।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক চন্দন কুমার জানান, দেলোয়ার হোসেন বাবু নামের ওই ব্যক্তিকে ভোর ৫টা ৪০ মিনিটে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। পরে আমরা বিষয়টি পুলিশকে জানাই। থানায় আলাপকালে দেলোয়ার হোসেনের স্ত্রী জানান, তার স্বামী হার্টের রোগী ছিলেন। তার বুকে রিং পরানো রয়েছে। কিছু দিন আগে অসুস্থ হয়ে সিসিইউতে চার দিন ভর্তি ছিলেন। তবে তিনি মাঝে মধ্যেই ব্যবসায়িক কাজের কথা বলে রাতে বাড়িতে ফিরতেন না।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, আমাদের ধারনা অতিরিক্ত যৌন উত্তেজক ওষুধ সেবনের কারনে তিনি মারা গেছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, অতি সম্প্রতি পল্লীতে এ ধরনের আরো কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটেছে।

