প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২১, ১:৫৬
জয়পুরহাটের পাঁচবিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ইতিহাস, গৌরব ও সংগ্রামের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে দলীয় কার্যালয়ে থানা ও পৌর বিএনপির আয়োজনে প্রতিষ্ঠার বার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন থানা বিএনপির আহবায়ক আলহাজ্ সাইফুল ইসলাম ডালিম।
প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির আহবায় অধ্যক্ষ সামছুল হক। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলজার হোসেন, মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুর রহমান, জেলা যুবদলের সাবেক সভাপতি সেলিম রেজা ডিউক, সাবেক সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কবির শুভ্র,জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর কবির, পাঁচবিবি থানা বিএনপির যুগ্ম আহবায়ক হাসান চৌধুরী, যুগ্ম আহবায়ক ও বাগজানা ইউপি চেয়ারম্যান নাজমুল হক, থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বুলু, বীরমুক্তিযোদ্ধা জহুরুল আলম তালুকদার রুকু,
পৌর বিএনপির আহবায়ক আবু হাসনাত মন্ডল হেলাল, যুগ্ম আহবায়ক জিয়াউর ফেরদৌস রাইট, মুঞ্জুরুল ইসলাম, উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা মুঞ্জুরে মওলা, পাঁচবিবি থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাজু মাস্টার, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক প্রভাষক আহসান হাবিব,পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক রিপন আকন্দ, নয়ন প্রধান, থানা ছাত্রদলের আহবায়ক ফয়সাল হোসেন আপেলসহ থানা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।