প্রকাশ: ২৯ আগস্ট ২০২১, ২০:৫০
নাটোরের লালপুরে জিংক ধান ও চাল ব্যবসায়ীদের সঙ্গে বাজারজাতকরণ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে হারভেষ্ট প্লাস বাংলাদেশ এর আয়োজনে ও আভা ডেভেলপমেন্ট সোসাইটির সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়।আভা ডেভেলপমেন্ট সোসাইটির পিআই ফেরদৌসি খানমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেব ভার্চুয়ালি যুক্ত হন হারভেস্ট প্লাসের কার্ন্টি রিপ্রেজেনটেটিভ ড. খায়রুল বাশার।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মাহাদি হাসান, উপজেলা খাদ্য কর্মকর্তা ডালিম কাজি, হারভেস্টে প্লাসের ডিভিশনাল কো-অর্ডিনেটর জাকিউল হাসান, সিবিসি প্রজেক্টে অফিসার রুহুল কুদ্দুস, আভা ডেভেলপমেন্ট সোসাইটির প্রোগ্রাম কো-অডিনেটর সাইফুল ইসলাম, আব্দুর রউফ প্রমুখ।
সভায় জিংক সমৃদ্ধ ধানের উৎপাদন নিশ্চিত করতে কৃষক পর্যায়ে মানসম্পন্ন ধান বীজ ডিলার ও রিটেইলার সরবরাহ এবং উৎপাদিত ধান এগ্রিগেটরের দ্বারা সংগ্রহ করে অটো রাইস মিলের মাধ্যমে স্থানীয় চাল ব্যবসায়ীদের দ্বারা বাজারে সহজলভ্য করার লক্ষ্যে হারভেস্ট প্লাস বাংলাদেশ কাজ করছে বলে জানান বক্তারা।’কর্মশালায় ধান-চাল ব্যবসায়ী, অটো রাইস মিলার, সাংবাদিক এবং হারভেস্ট প্লাস বাংলাদেশের সংশ্লিষ্ট কৃষি অফিসার অংশগ্রহণ করেন।