প্রকাশ: ২৪ আগস্ট ২০২১, ০:৫৩
উপকূলীয় জেলেদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সমুদ্রগামী দরিদ্র জেলেদের মাঝে ‘ইউএসএআইডি ইকোফিশ-২’ প্রকল্প ওয়ার্ল্ডফিশ এর আওতায় বিকল্প কর্মসংস্থানের সহায়ক হিসেবে উন্নত জাতের হাঁস বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরআন্ডা এলাকায় ইউএসএআইডি এর অর্থায়নে ওয়ার্ল্ডফিস, মৎস্য অধিদপ্তর ও সুশীলনের বাস্তবায়নে, আইইউসিএন এর সহায়তায় ইকোফিশ-২ প্রকল্পের আওতায় ১২৫টি অসহায় দরিদ্র জেলে পরিবারের মাঝে ১৩৭৫টি উন্নত জাতের হাঁস, এবং হাঁসের খাবার ও ঔষধ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল হক বাবুল, ওয়ার্ল্ডফিশ গবেষণা সহকারী মোনাইম হোসাইন, চরমোন্তাজ ইউপি চেয়ারম্যান মো. হানিফ মিয়া, ক্ষেত্র সহকারী নেছার উদ্দিন আহমেদ, সুশীলন প্রতিনিধি আবুল বাশার, সমাজ সেবক এম আজাদ খান সাথী, ইউপি সদস্য মো. মনিরুল ইসলাম প্রমূখ।