প্রকাশ: ৮ আগস্ট ২০২১, ১৮:৫৬
নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।এ উপলক্ষে রবিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে দিবসটি পালন করেছে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসাহাক আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য উপাধ্যক্ষ বাবুল আকতার, প্রভাষক আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাটোর জেলা পরিষদের সদস্য বাদিউর রহমান বদর, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম স্বপন, মহিলা সম্পাদিকা কাজি আছিয়া জয়নুল বেনু, পৌর আওয়ামী লীগের সভাপতি রোকসানা মোর্ত্তজা লিলিপ্রমুখ।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন মনি, মহিলা ভাইস চেয়ারম্যান পরভীন আক্তার বানুসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সহধর্মিনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ই আগস্ট নিহত সকল শহীদের আত্মার শান্তিকামনায় মোনাজাত করা হয়।