প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ৩:১০
দিনাজপুরের হাকিমপুর হিলিতে, চলমান কঠোর লকডাউন এর অষ্টম দিনে নির্বাহী ম্যাজিষ্ট্রেট(ইউএনও'র) পাশাপাশি পুলিশ ও বিজিবি সদস্যর তৎপরতা অব্যাহত রয়েছে।
লকডাউনের অষ্টম দিন সাপ্তাহিক ছুটির দিনেও স্বাস্থ্যবিধি না মানা, সরকারি নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনে বাহিরে ঘুরাফেরা ও দোকান খোলা রাখার অপরাধে ১৮ জনকে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩০ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়নের নয়ানগর বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব জরিমানা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নুর এ আলম।
এসময় বিজিবি সদস্য ও হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল অভিযানে অংশ গ্রহন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে সহযোগিতা করেন।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর এ আলম বলেন,সরকার ঘোষিত কঠোর লকডাউন এর সরকারি নির্দেশনা বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ, বিজিবি ও আনসার সদস্য মাঠে তৎপর রয়েছে।
আজ উপজেলার খট্রামাধবপাড়া ইউনিয়ন এর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে স্বাস্থ্যবিধি না মানা, সরকারি নির্দেশনা অমান্য করে অপ্রয়োজনে বাহিরে ঘোরাফেরা ও দোকান খোলা রাখায় ১৮ জনকে বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।