https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

মারা গেছেন এমপি আলী আশরাফ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ২৩:৩৩

শেয়ার করুনঃ
মারা গেছেন এমপি আলী আশরাফ

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ আর নেই।শুক্রবার (৩০ জুলাই) বিকেল ৩টা ৪৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।এমপির ছেলে মুনতাকিম আশরাফ টিটু এতথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, পিত্তথলির পাথর অপারেশনের জন্য গত ২ জুলাই এমপি আলী আশরাফকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও ফুসফুসে ক্ষতসহ নানা সমস্যা দেখা দেয়।

https://enews71.com/storage/ads/01JQ1TK8B83CTTQWN3SJNRKSQ9.gif

গত ৯ জুলাই নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। আজ বিকেল ৩টা ৪৫ মিনিটে তিনি মারা যান।প্রসঙ্গত, ৭৩ বছর বয়সী প্রবীণ এ রাজনীতিক কুমিল্লার চান্দিনা থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি সরকারি প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্পর্কিত কমিটির সভাপতিও ছিলেন।

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এ সম্পর্কিত আরও পড়ুন

বাংলাদেশ সফরে ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিরা, থাকছে রাজনৈতিক বৈঠক

বাংলাদেশ সফরে ট্রাম্প প্রশাসনের প্রতিনিধিরা, থাকছে রাজনৈতিক বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পর এবারই প্রথমবারের মতো দেশটির দুই ডেপুটি আন্ডার সেক্রেটারি ঢাকা সফরে আসছেন। তিন দিনের এই দ্বিপাক্ষিক সফরে বুধবার ভোরে তাদের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সফরের মূল উদ্দেশ্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা ও সহযোগিতার পথ খোঁজা। প্রথমে ঢাকায় আসবেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকোল চুলিক। কিছুক্ষণ পরই

 ঢাবির শোভাযাত্রায় সংস্কৃতি ও ঐক্যের ঝলক

ঢাবির শোভাযাত্রায় সংস্কৃতি ও ঐক্যের ঝলক

বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে শুরু হয়েছে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’। সোমবার সকাল ৯টায় শুরু হওয়া এ শোভাযাত্রায় অংশ নেন হাজারো মানুষ, যাঁদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সকালে সরেজমিনে দেখা যায়, চারুকলা প্রাঙ্গণজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। রঙ-বেরঙের আলোকসজ্জা, মুখোশ, কাঠের তৈরি শিল্পকর্ম, আর মানুষের প্রাণচাঞ্চল্যে এক ভিন্ন আবহ তৈরি হয়। সূর্য

স্বাগত ১৪৩২ : ভিন্ন আঙ্গিকে এবারের নববর্ষের আনন্দ শোভাযাত্রা

স্বাগত ১৪৩২ : ভিন্ন আঙ্গিকে এবারের নববর্ষের আনন্দ শোভাযাত্রা

আজ পহেলা বৈশাখ, বাংলা নববর্ষ ১৪৩২। বরাবরের মতো নানা আয়োজনে উদ্‌যাপিত হতে যাচ্ছে বাংলা নতুন বছর। রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবার ভিন্ন ভিন্ন আঙ্গিকে হচ্ছে নববর্ষের আনন্দ শোভাযাত্রা। এবার ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে ইউনেস্কো স্বীকৃত মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ রাখা হয়েছে। বাংলা নববর্ষ উপলক্ষ্যে সকালে বাণী দিয়েছেন

রাশিয়ার তিন যুদ্ধজাহাজ চট্টগ্রামে, বাড়ছে নৌ মৈত্রী

রাশিয়ার তিন যুদ্ধজাহাজ চট্টগ্রামে, বাড়ছে নৌ মৈত্রী

রাশিয়ার তিন যুদ্ধজাহাজ চট্টগ্রামে, বাড়ছে নৌ মৈত্রী ডেস্ক রিপোর্ট ॥ চার দিনের শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনীর তিনটি যুদ্ধজাহাজ—‘রেজিক’, ‘হিরো অব দি রাশিয়ান ফেডারেশন আলদার সিডেনঝপভ’ এবং ‘পেচেঙ্গা’—চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে। রোববার (১৩ এপ্রিল) চট্টগ্রাম বন্দরে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের চিফ স্টাফ অফিসার জাহাজ তিনটির কর্মকর্তা ও নাবিকদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত, রুশ মিলিটারি, এয়ার

নববর্ষে ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয় ঐক্যের বার্তা প্রধান উপদেষ্টার

নববর্ষে ঐতিহ্য, সংস্কৃতি ও জাতীয় ঐক্যের বার্তা প্রধান উপদেষ্টার

পহেলা বৈশাখ উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে উষ্ণ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাংলা ১৪৩২ সালের প্রথম দিনকে সামনে রেখে রোববার (১৩ এপ্রিল) এক শুভেচ্ছাবার্তায় তিনি এ শুভেচ্ছা জানান। তিনি বলেন, “শুভ নববর্ষ ১৪৩২। বাংলা নববর্ষের এ আনন্দঘন উপলক্ষে আমি দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ‘পহেলা বৈশাখ’ বাঙালি সংস্কৃতির অন্যতম অনন্য ও লালিত উৎসব। এটি কেবল একটি ক্যালেন্ডারের