প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ১:২৫
বাবুগঞ্জ উপজেলা পরিষদের কেন্দ্রীয় খেলার মাঠটি বছরের ৬ মাসই জলাবদ্ধতায় ডুবে থাকে। বর্ষা এলেই খেলার মাঠটি মাসের পর মাস জলমগ্ন হয়ে ডুবে থাকে,চারদিক পানি থৈ থৈ করছে। এ সময়ে খেলাধুলার জন্য এটি একেবারেই ব্যবহার অনুপোযোগী হয়ে পরে।
পানিতে ডুবে থাকায় স্থানীয় শিক্ষার্থীসহ আশ-পাশের শিশু-কিশোর থেকে শুরু করে তরুন ও উঠতি যুবকরা মাঠে খেলতে ও অনুশীলন করতে বড়ই দুস্কর হয়ে পড়ে।
খোঁজনিয়ে জানাগেছে,বাবুগঞ্জ উপজেলা সদরের প্রাণকেন্দ্রে অবস্থিত বাবুগঞ্জ উপজেলা পরিষদ খেলার মাঠটি বহু বছর সংস্কার না হওয়া, খানাখন্দ ও এর চারিপাশে রাস্তার থাকায় বর্ষা মৌসুমে পানিতে ডুবে থাকে এ মাঠটি।
বিজয় দিবস,স্বাধীনতা দিবস,আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস, উন্নয়ন মেলা, অনুষ্ঠানসহ বিভিন্ন মেলা অনুষ্ঠিত হয় এ মাঠেই।
বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল সাংবাদিকদের জানান, বাবুগঞ্জ উপজেলা পরিষদের খেলার মাঠটি বর্ষামৌসুমে জলাবদ্ধ থাকে।
জলাবদ্ধতা নিরসনে অচিরেই ব্যবস্থা গ্রহণ করা হবে । তিমধ্যেই জলাবদ্ধতা নিরসনে একটি প্রকল্প হাতে নিয়েছেন জানান তিনি।