প্রকাশ: ২৫ জুলাই ২০২১, ২:১
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা মহানন্দা নদীতে শখের বসে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে যুবকদের জালে আটকা পড়লো ২৮ কেজি ওজনের বিশালাকৃতির বাঘাইড় মাছ। আজ রোববার (২৫ জুলাই) দুপুরের জেলার তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের সর্দার পাড়া এলাকায় সীমান্ত নদী মহানন্দা নদী থেকে জাল দিয়ে মাছটি ধরে ওই এলাকার কয়েকজন যুবক।
স্থানীয়রা জানান, উপজেলা সদরের সর্দার পাড়া এলাকার, রকি,বিপ্লব, আবু হাসান, আজিজসহ কয়েকজন যুবক মিলে শখের বসে বাড়ির সামনে মহানন্দা নদীতে জাল দিয়ে মাছ ধরতে যায়। এসময় জাল দিয়ে মাছ ধরার সময় একপর্যায়ে তাদের জালে বড় মাছ আটকা পড়েছে এমন বুঝতে পেরে সকলে মিলে পানিতে ডুবে জাল থেকে মাছটি ধরে নদীর উপরে তুলে বাড়িতে নিয়ে যায়।
এদিকে বিশাল আকারে মাছ ধরার খবরটি মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ল তাদের বাড়িতে উৎসুক জনতা ভিড় করে। পরে হাসিনুর রহমান নামে এল স্থানীয় পাথর ব্যবসায়ী ২০ হাজার টাকায় মাছটি ক্রয় করেন। এ বিষয়ে কথা হয় স্থানীয় যুবক রকির সাথে, তিনি বলেন, আমরা এলাকার কয়েকজন যুবক জাল দিয়ে শখ করে মহানন্দা নদীতে হঠাৎ করে মাছ ধরতে গেলে আমাদেী জালে মাছটি আটকা পড়ে। পরে মাছটি সবাই মিলে ধরে বাড়িতে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছি।
একই কথা জানান আবু হাসান নামে আরেক যুবক, তিনি বলেন, নদীর পানি কমলে আমরা সবাই মিলে শখ করে নদীতে মাছ ধরতে যাই। বিশেষ করে লকডাউনে বেকার বসে থাকায় আমরা ১৮/২০ জন যুবক নদীতে মাছ ধরতে গিয়ে বিশালাকৃতির মাছটি ধরি।
পঞ্চগড়ের জেলা মৎস্য কর্মকর্তা মো. শাহনেওয়াজ সিরাজী জানান, দেশি আইড় মাছেরই একটি প্রজাতি বাঘাইড় মাছ। এটি নদীতে পাওয়া যায়। পাশ্ববর্তী ভারত থেকে যেসব নদীর সংযোগ রয়েছে। বিশেষ করে পঞ্চগড়ের তেঁতুলিয়ার মহানন্দা, করতোয়া, নীলফামারীর তিস্তা ও গাইবান্ধার ব্রম্মপুত্র নদীতে এই মাছ বেশি পাওয়া যায়। এই মাছ আগেও পাওয়া গেছে। এটি একটি অন্যতম মাছ। অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিমান সমৃদ্ধ। খেতেও ভালো দামও অনেক বেশি।