প্রকাশ: ২৩ জুলাই ২০২১, ১৮:০
করোনাভাইরাস রোধে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সকল পর্যটন স্পষ্ট গুলোতে পর্যটকদের পরিবহনকারী নৌকা ও পর্যটক আসা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছিল উপজেলা প্রশাসন।এই নির্দেশনা অমান্য করায় বৃহস্পতিবার (২২জুলাই)সকালে ৪টি পর্যটকগ্রুপ কে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলা উদ্দিন।
জানাযায়,সকালে দেশের বিভিন্ন প্রান্ত হতে আসা বেশকিছু পর্যটকদের পরিবহণকৃত নৌকাসহ বিভিন্ন যানবাহন ফেরত দেওয়া হয়েছে। এছাড়া নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতে ৪টি মামলায় ৪টি পর্যটকগ্রুপ কে মোট ৫০০০ হাজার টাকা জরিমানা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)।
এ সময় তিনি পর্যটক বহন না করার জন্য সকল নৌযান চালকদের ও নৌ-ঘাটের দায়িত্বশীলদের নির্দেশনা দেন। এবং এব্যাপারে তাহিরপুর থানা পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি। সবাইকে স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানান। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আলা উদ্দিন বলেন,বর্তমান পরিস্থিতি নিদের্শনা অমান্য কারীদের কে কঠোরভাবে দমন করা হবে। কোন ছাড় দেওয়া হবে না।