প্রকাশ: ১০ জুলাই ২০২১, ০:৫
জমি লিজের টাকা দিতে বিলম্ব হওয়ায় নাটোরের গুরুদাসপুরের নাজিরপুুর গ্রামে শত্রুতা করে রেজোয়ার হোসেন নামের এক কলাচাষীর ২০০টি কলা গাছ কেটে ফেলেছে জমির মালিক। এতে দেড় লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কলাচাষী রেজোয়ার হোসেন। শনিবার (১০ জুলাই) সকালে শত্রুতা করে গাছ গুলি কেটে ফেলে জমির মালিক জাকির হোসেন। রেজোয়ার হোসেন উপজেলার গোপিনাথপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
রেজোয়ার হোসেন টের পেয়ে জমিতে গিয়ে কালগাছ কাটতে নিষেধ করলে তাকে প্রাণনাশের হুমকি দেয়ে কালগাছ কেটে চলে যায় তারা। এঘটনায় কলাচাষী রেজোয়ার হোসেন বাদি হয়ে জাকির হোসেন ও তার ৩ ছেলে রফিকুল, রবিউল ও নাজমুল হোসেনের নামে গুরুদাসপুুর থানায় লিখিত অভিযোগ করেছেন।গুরুদাসপুর থানার ওসি আব্দুর রাজ্জাক অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান,‘ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা ববে।’