প্রকাশ: ৫ জুলাই ২০২১, ২০:১৭
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে চলা কঠোর বিধিনিষেধের ৫ম দিনেও দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে চলাচল করছে ৮টি ফেরি। এসব ফেরিতে জরুরি পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি ছাড়াও হাতে গোনা কয়েকজন যাত্রী পারাপার হচ্ছে।
সোমবার বেলা ১১টার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের ( বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ম্যানেজার মোঃ শিহাবুদ্দিন বলেন, ‘কঠোর বিধিনিষেধের শুরুর দিন থেকে আমরা ফেরিতে যাত্রীবাহী কোনো পরিবহন পারাপার করছি না। শুধু জরুরি ভিত্তিতে আসা কাঁচামালের ট্রাক, অ্যাম্বুলেন্স ও লাশবাহী গাড়ি ফেরিতে ওঠানো হচ্ছে। একই সঙ্গে যাত্রী ওঠানোর ক্ষেত্রেও কঠোর অবস্থানে আছি আমরা।’ তিনি বলেন, ঘাটে গাড়ির চাপ কম থাকায় ফেরির সংখ্যা কমিয়ে আনা হয়েছে। সাধারণ সময়ে ১৭টি ফেরি চলাচল করলেও এখন ৮টি ফেরি চলছে। গাড়ির চাপ বাড়লে ফেরির সংখ্যা বাড়ানো হবে।
বিআইডব্লিউটিসি ঘাট সূত্র জানায়, গত বৃহস্পতিবার ভোর থেকে সারা দেশে কঠোর বিধিনিষেধ চলায় যাত্রী ও যানবাহনের চাপ কমে যায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে। লকডাউনের প্রথম দিন নৌপথে যেকোনো দুর্ভোগ এড়াতে ৬ টি ফেরি চালু রাখা হয়। গত শনিবার থেকে ৮টি ফেরি চালু রাখা হয়। ঘাটে আসামাত্রই ফেরিতে উঠতে পারছে যানবাহনগুলো।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, ‘ঘাটে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে সকাল থেকে আমাদের একটি টিম কাজ করছে। ঘাটে প্রবেশ করা প্রতিটি গাড়ি চেক করা হচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘাটে এলেই তাকে জেড়া করা হচ্ছে। হাতে গোনা কয়েকজন যাত্রীদের জরুরি কারণ ছাড়া ফেরিতে উঠতে দেওয়া হচ্ছে না। থানার পুলিশ ছাড়াও ঘাটের বিভিন্ন স্থানে হাইওয়ে পুলিশ, সেনাবাহিনী, ট্রাফিক পুলিশ কঠোর নজরদারিতে রয়েছে।’