প্রকাশ: ২৯ জুন ২০২১, ২২:৪০
মগবাজারের ওয়ারলেস গেটের বিস্ফোরণের ঘটনাস্থল থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। উদ্ধার হওয়া মরদেহটি নিখোঁজ ওই ভবনের কেয়ারটেকার মো. হারুনের বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
ঘটনার পর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এর আগে রোববার বিস্ফোরণের পর থেকে তার মেয়ে হেনা বেগম বাবার ছবি ও জাতীয় পরিচয়পত্র নিয়ে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে হন্যে হয়ে খুঁজে ফিরছিলেন। অর্থাৎ বিস্ফোরণের ৪৪ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার হলো।
মঙ্গলবার (২৯ জুন) বেলা ৩টা ১৫ মিনিটের দিকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাসেল শিকদার।
তিনি বলেন, ভবনের ধ্বংসস্তূপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে মরদেহটি ভবনের কেয়ারটেকার হারুন অর রশিদের (৭০)। গত তিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। মরদেহটি ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে পাঠানো হচ্ছে।
এর আগে বিস্ফোরণে সাত জন নিহত ও অর্ধশতাধিক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় ‘সংশ্লিষ্টদের অবহেলা’কে দায়ী করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় মগবাজারে গ্যাস জমে থাকার কথা উল্লেখ থাকলেও এর সঙ্গে সংশ্লিষ্ট তিতাস বা রাজউকের নাম উল্লেখ করা হয়নি।