প্রকাশ: ১১ জুন ২০২১, ১৬:২১
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-৮। বৃহস্পতিবার (১০জুন) রাতে ফরিদপুর জেলার ভাংগা থানাধীন শিমুল বাজার এলাকা থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শুক্রবার সকালে র্যাব-৮ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আবদুর রহমান, পিএসসি এবং স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে ফরিদপুর জেলার ভাংগা থানাধীন শিমুল বাজার এলাকায় অভিযান চালায় একটি টিম। এ সময় ওই এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আজিজুল শেখ (৩০) কে আটক করে এবং তার কাছ থেকে ৯৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন তারা। এছাড়া মাদক কেনাবেচার কাজে ব্যবহৃত দুটি সিমসহ একটি মোবাইল জব্দ করা হয়।
আটককৃত মোঃ আজিজুল শেখ ভাংগা থানার পাতরাইল গ্রামের মোঃ চানমিয়া শেখ এর পুত্র।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে ভাংগা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে বলে জানিয়েছেন কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আবদুর রহমান।
র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প।