প্রকাশ: ৯ জুন ২০২১, ২০:৪৬
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহার বিরুদ্ধে মৎস্য বন্দর আলিপুরে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলে ট্রলার মালিক ও মাঝি সমিতি।
বুধবার (৯ জুন) দুপুরে শতাধিক ট্রলার মালিক এবং মাঝিদের উপস্থিতিতে আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সমাবেশে ট্রলার মালিক সাখাওয়াত হোসেন বলেন, ট্রলার মালিক ও মাঝিদের নিয়ে মৎস্য বিষয়ক প্রশিক্ষন দেওয়ার জন্য অবতরণ কেন্দ্রে আসেন উপজেলা মৎস্য কর্মকর্তা। এ সময় জেলেদের প্রশিক্ষণ বিষয়ক তালিকা সঠিক ভাবে নির্নয় করার জন্য তাকে বলা হলে অকারণেই তিনি উত্তেজিত হয়ে সমস্ত মাঝিদের অকথ্য ভাষায় গালাগাল দিয়ে প্রশিক্ষণ না দিয়ে অন্যত্র চলে যায় ।
ইউসুফ মাঝি বলেন, কুয়াকাটা ,গঙ্গামতির জেলেদের কাছ থেকে মাছ ধরার নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে ট্রলার প্রতি ১০ হাজার টাকা করে গ্রহন করে জেলেদের মাছ ধরার অনুমতি দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন এই মৎস্য কর্মকর্তা।এর ফলে নিষেধাজ্ঞা থাকাকালীন সময়ে আলিপুর -কুয়াকাটা মৎস্য বন্দরে দেখা গেছে অবাধে চলছে মাছ ক্রয় বিক্রয় কার্যক্রম।
লতাচাপলী ইউপি চেয়ারম্যান ও আলীপুর-কুয়াকাটা মৎস্য সমবায় সমিতির সভাপতি আনছার উদ্দিন মোল্লা বলেন, কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহার সাথে যে ঘটনা ঘটেছে এটা দুঃখ জনক। জেলে ও ট্রলার মালিকদের আভ্যরীন কোন্দলে প্রশিক্ষনটি পন্ড হয়ে যায়। এ প্রশিক্ষনটি তাদের একান্ত প্রয়োজন ছিলো।
এ ব্যাপারে কলাপাডা উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, জেলেদের ভিতর অভ্যন্তরীণ এবং রাজনৈতিক কোন্দল থাকার কারনে তারা প্রশিক্ষণে অংশগ্রহণ করেননি। জেলেদের কোন্দল নিরসনের জন্য তিনি চেষ্টা করেছেন বলে দাবি করেন। তবে তারা তা মানেননি। ফলে জেলেরা প্রশিক্ষন না দিয়ে অন্যত্র চলে গেছে।
#ইনিউজ৭১/জিয়া/২০২১