প্রকাশ: ৫ জুন ২০২১, ১৩:৪১
বরিশালের হিজলা উপজেলায় শুভ উদ্বোধন করা হলো প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২১।হিজলা উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি হাসপালের বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এল ডিডি পি),
প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগীতায় ৫ জুন শনিবার দুপুর ১২ টায় হিজলা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত প্রাণিসম্পদ প্রদর্শনীর শুভ উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হিজলা উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ। আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বরিশাল ৪ এর সংসদ সদস্য পংকজ নাথ। সভায় স্বাগতভাষণ প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সুশান্ত দাস।
সভায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ অসীম কুমার সিকদার, উপজেলা কৃষি অফিসার আহসানুল হাবীব আল আজাদ জনি, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল গাফফার, বড়জালিয়া ইউপি চেয়ারম্যান পণ্ডিত শাহবুদ্দিন আহমেদ, ডেইরী ফার্মের সভাপতি মোকলেসুর রহমান আকন, গণমাধ্যমকর্মী ও খামারীগণ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ কারিজুল ইসলাম।প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৩০ টি স্টলে গরু ( রেড সিদ্ধি, ফ্রিজিয়ান ), ছাগল ( ব্ল্যাক বেঙ্গল, খারি, যমুনা পাড়ি ), মুরগি ( ব্রয়লার, লেয়ার,সোনালী,কালার বার্ড) প্রদর্শন করা হয়েছে।