প্রকাশ: ২৪ মে ২০২১, ১৬:৮
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিনামুল্যে ৮৭০ জন কৃষকের মাঝে ৫২২০ টি বিভিন্ন জাতের ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করেছে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের অর্থায়নে সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এসব চারা বিতরণ করা হয়। উপজেলার ২৯ টি কৃষক গ্রুপের মোট ৮৭০ জন কৃষকের প্রত্যেককে মালটা, লিচু, আম, পেয়ারা ও নিম সহ ৬টি করে চারা প্রদান করা হয়।
বিতরণকালে উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ মোঃ আপেল মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল ও প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।