দৈনিক প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবিতে বরিশালের গণমাধ্যম কর্মীদের মানববন্ধন ও বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে বরিশালের রাজপথ।
বিভাগীয় শহর বরিশালে সকাল থেকে বিকেল পর্যন্ত একাধিক সাংবাদিক সংগঠনের ব্যানারে ও জেলার দশটি উপজেলায় পেশাজীবী সাংবাদিকদের পৃথক আয়োজনে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৪টায় জাতীয় দৈনিকের ব্যুরো চীফ এ্যাসোসিয়েশন এনডিবিএ’র আয়োজনে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পুলক চ্যাটার্জি। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলার নেতৃবৃন্দ। এতে বক্তব্য রাখেন এনডিবিএ’র সভাপতি পুলক চ্যাটার্জী, সাধারণ সম্পাদক আকতার ফারুক শাহিন, প্রথম আলোর বরিশাল ব্যুরো প্রধান জসিমউদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থার জেলার সভাপতি এমআর প্রিন্সসহ আরো অনেকে।
এর আগে সকাল ১০টায় একই স্থানে বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিল, বরিশাল অনলাইন প্রেসক্লাব, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটিসহ একাধিক সংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন।
এদিকে বুধবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্টান্ডে প্রথম আলো বন্ধু সভার উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে অংশগ্রহণ করেন গৌরনদী উপজেলা প্রেসক্লাব, গৌরনদী রিপোর্টার্স ইউনিটি, গৌরনদী উপজেলা এনজিও সমন্বয় পরিষদ, উজিরপুর প্রেসক্লাব, আগৈলঝাড়া রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দরা। একইদিন আগৈলঝাড়া প্রেসক্লাব, বাবুগঞ্জ প্রেসক্লাব ও বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বক্তরা বলেন, রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দিতে হবে। রোজিনাকে হেনস্তা করার পেছনে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
মানববন্ধন শেষে অশ্বিনী কুমার হল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন সাংবাদিকরা। এছাড়া সাংবাদিকরা তাদের ক্যামেরা সড়কে রেখে দুই মিনিটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।