পটুয়াখালীর দশমিনায় অপহরন মামলা তুলে নিতে ওসির দৃষ্টি আকর্ষন করে ফেসবুকে আত্মহত্যার হুমকির ভিডিও আপলোড
করেছেন নাবিলা নামের এক তরুনী।
গত শুক্রবার বিকালে স্বামী আহমেদ রিয়াজুলের আইডি থেকে তিনি এ ভিডিও আপলোড করেন। এসময় তাকে নির্যাতনের একটি ভিডিও আপলোড করা হয়। ইতিমধ্যে ভিডিওটি ফেসবুকে বেশ ভাইরাল হয়েছে।
ভিডিওতে নাবিলা বলেন, গত ২৭ এপ্রিল সন্ধ্যায় তিনি বাড়ি থেকে পালিয়ে গিয়ে মিরাজুরলকে বিয়ে করেন। কিন্তু তার মা বাবা বিষয়টি মেনে নিতে না পেরে দশমিনা থানায় তার স্বামী মিরাজুল, শ্বশুর, শ্বাশুরি ও ননদকে আসামী করে একটি অপহরন মামলা দায়ের করেন।
তিনি তাদের নির্দোশ দাবি করেন। ভিডিওতে তিনি দশমিনা থানার ওসির দৃষ্টি আকর্ষন করে ২৪ ঘন্টার মধ্যে মামলা তুলে নেয়া না হলে আত্মহত্যার হুমকি দেন।
দশমিনা থানার ওসি জসিম উদ্দিন বলেন, ওই তরুনীর বাবা নজরুল ইসলাম বাদী হয়ে প্রেমিক মিরাজুল ও ভগ্নিপতির বিরুদ্ধে অপহরন মামলা দায়ের
করেছেন। নাবিলা থানায় এসে স্বেচ্ছায় বিয়ে করার কথা বললে আমরা বিষয়টি দেখব।