প্রকাশ: ৯ মে ২০২১, ৩:৫৮
নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সোনাদিয়া ইউনিয়নে নৌকার সমর্থক মোঃ যোবায়ের (৪৫) হত্যার ঘটনায় নিহতের ছেলে জীবন বাদী হয়ে ৫৫ জনকে আসামী করে মামলা করেছে আজ(রবিবার)। এছাড়াও অজ্ঞাতনামা ৩০/৪০ জনকে আসামী করা হয়েছে।
গত শুক্রবার সকালে উপজেলার সোনাদিয়া ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিরোধের জের ধরে মোঃ যোবায়ের নামে একজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়।মৃত্যু নিশ্চিত করার জন্য তার পায়ের রগ কেটে দিয়েছিল দুর্বৃত্তরা। এছাড়াও আরো ৪ জন গুরুতর আহত হয়।
জানা যায়, ঘটনার দিন সকাল বেলা সোনাদিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম (মালেশিয়া) চরচেঙ্গা বাজার এলাকায় সরকারি ত্রাণ বিতরনের সময় অনিয়মের অভিযোগে মোঃ যোবায়েরসহ স্থানীয় কয়েকজন প্রতিবাদ করলে চেয়ারম্যান সমর্থকের অস্ত্রধারী একটি গ্রুপ তাদেরকে ধাওয়া করে।
মোঃ যোবায়েরকে গুলি করে ও কুপিয়ে মৃত্যু নিশ্চিত করার জন্য পায়ের রগ কেটে দেয়। এ ঘটনায় যোবায়েরের ছেলে জীবনসহ আরো ৪ জন গুরুতর আহত হয়েছে মৃত মোঃ যোবায়ের সোনাদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত তাহের পন্ডিতের ছেলে এবং প্রাক্তন চেয়ারম্যান বাহার উদ্দিনের ভাতিজা।
শনিবার পোস্টমর্টেম শেষে নিহত যোবাযেরকে তার নিজ এলাকায় দাফন করা হয়েছে।
জানতে চাইলে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আবুল খায়ের বলেন, ৫৫ জনকে আসামী করে মামলা রেকর্ড হয়েছে এবং এ পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামীদের ধরার জন্য অভিযান অব্যাহত আছে।