প্রকাশ: ২৬ এপ্রিল ২০২১, ২৩:১৪
করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেনীর পেশার ৩০০ পরিবারের মাঝে নওগাঁয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে আর্থিত সহয়তা প্রদান করা হয়েছে। সোমবার বিকেল ৫টায় সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসনের আয়োজনে এ আর্থিক সহয়তা প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসাবে আর্থিক সহয়তা (৫০০) টাকা করে প্রদান করেন জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ।
এসময় উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক মো: ইব্রাহিম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ( রফিক), উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মির্জা ইমাম উদ্দিনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক মো: হারুন অর রশিদ বলেন-দেশে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে পদক্ষেপ নিয়েছেন, তা বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত থাকবে।
তিনি আরও বলেন-এটা আপনাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার। পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই আরও দেয়া হবে। আর এ উপহার কোন ব্যক্তির নামে দেয়ার সুযোগ নেই। এসময় করোনা পরিস্থিতি মোকাবেলায় সবাইকে মাস্ক পড়তে ও স্বাস্থ্যবিধি মানার আহবান জানান তিনি।